১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৭

বোয়ালমারীতে যাত্রীবাহী বাস নদীতে : নিহত ১, আহত ১৫

ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুর-আলফাডাঙ্গা আঞ্চলিক সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে একজন বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালমারী থানার ওসি শামীম হোসেন জানান, আজ সোমবার দুপুরে আলফাডাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি লোকাল বাস বোয়ালমারীর চতুল ইউনিয়নের চতুলচিতাঘাটা নামক এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী চন্দনাবারাশিয়া নদীতে পড়ে যায়। এসময় চতুল ইউনিয়নের পোড়াইল এলাকার কৃষক তরিকুল ইসলাম(৩৫) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা গেছে। এছাড়া বাসে থাকা কমপক্ষে ১৫ যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের সাথে বোয়ালমারী ফায়ার সার্ভিসে কর্র্মীরা গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।

প্রকাশ :অক্টোবর ১, ২০১৮ ৪:২৮ অপরাহ্ণ