১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৬

ফরিদপুরে ইয়াবাসহ ইউপি মেম্বার আটক

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল জেলার বোয়ালমারী উপজেলার চতুল গ্রামে অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও ইউপি সদস্য একলাছউদ্দিন মোল্যা ওরফে টুটুল মেম্বার (৩৮) কে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ জব্দ করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার সকাল ৭টার দিকে চতুল গ্রামে অভিযান চালানো হয়। এসময় বাড়ি থেকে মাদক মামলার তালিকাভুক্ত আসামি টুটুল মেম্বারকে আটক করা হয়।

র‌্যাব জানায়, চতুল গ্রামের হাজী আব্দুর রউফ মোল্যার ছেলে একলাছ উদ্দিন ওরফে টুটুল মেম্বার মাদক বিরোধী অভিযান শুরু হলে ভারতে পালিয়ে যায়। সম্প্রতি দেশে ফিরে পুনরায় মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। টুটুলের বিরুদ্ধে বোয়ালমারী থানায় ৬টি মাদকের মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, টুটুল মেম্বার দীর্ঘদিন ধরে এলাকায় ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। তার ভয়ে এলাকায় কেউই প্রতিবাদ করার সাহস পেত না।

র‌্যাবের হাতে টুটুল মেম্বার আটক হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। আটক টুটুল মেম্বারকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।

প্রকাশ :অক্টোবর ১, ২০১৮ ১:৩৭ অপরাহ্ণ