১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৩
সাইনা নেহওয়াল রুপে শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর যেন সাইনা নেহওয়াল

বিনোদন ডেস্ক:
ভারতীয় ক্রীড়াবিদদের নিয়ে বায়োপিকে মগ্ন বলিউড। মিলখা সিং থেকে ধোনি, শচীন থেকে দঙ্গল গার্ল- ভারতীয় ক্রীড়াজগতের এসব নক্ষত্রের চরিত্রে কাজ করেছেন বলিউডের সুপারস্টাররা।

সেই রেশ টেনেই অলিম্পিকে ব্যাডমিন্টনে ব্রোঞ্জজয়ী তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

রীতিমতো ব্যাডমিন্টনের প্রশিক্ষণ নিয়েছেন শ্রদ্ধা। আর শ্রদ্ধাকে এ প্রশিক্ষণ দিচ্ছেন সাইনা নিজেই।
আর সে কারণে সাইনা কীভাবে খেলেন, প্রতিপক্ষের সঙ্গে খেলায় তার বোঝাপড়া, টেম্পারমেন্টসহ সব বিষয়েই সাইনাকে অনুকরণ করা শিখেছেন শ্রদ্ধা।

রুপালি পর্দায় সাইনার জীবন পুরোপুরি ফুটিয়ে তুলতে সাইনার বাড়িতেও থেকেছেন শ্রদ্ধা।

বিষয়ে শ্রদ্ধার অভিব্যক্তি- সাইনার বাবা-মা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং যখনই আমি তাদের বাড়িতে গেছি আমাকে পরিবারের সদস্যের মতোই করে নিয়েছিলেন তারা। ভীষণ ভালো লেগেছে আমার।

সাইনার সঙ্গে শ্রদ্ধার ব্যাডমিন্টন প্রশিক্ষণ ও তার বাড়িতে শ্রদ্ধার সময় কাটানো কিছু ছবি শেয়ার হয়েছে সামাজিকমাধ্যমে।

শ্রদ্ধার সাইনা লুকের ছবি দেখে চমকে গেছেন সিনেপ্রেমীরা। সত্যি শ্রদ্ধা, নাকি সাইনা নেহওয়াল নিজেই সিনেমাজগতে চলে এসেছেন!

ছবিতে ম্যাচ জেতার পর সাইনার জয়ের উচ্ছ্বাসের ভঙ্গিতেই দেখা যাচ্ছে শ্রদ্ধাকে।

টুইটার ও ফেসবুকে সাইনারূপী শ্রদ্ধার লুক ভাইরাল হয়ে গেছে। সাইনার ভক্ত-অনুরাগীরা ইতিমধ্যে এ সিনেমা মুক্তির অপেক্ষায় দিন গোনা শুরু করে দিয়েছেন।

প্রকাশ :অক্টোবর ১, ২০১৮ ১২:২৬ অপরাহ্ণ