২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:২০

ইরানে মদপানে ২৭ জনের মৃত্যু, অসুস্থ তিন শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে মদপানের পর বিষক্রিয়ায় ২৭ জনে মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও তিন শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছে।

রোববার দেশটির বার্তা সংস্থা আইএলএনএ-র প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় জরুরি বিভাগগুলোর মুখপাত্র মোজতবা খালেদি জানিয়েছেন, পাঁচটি প্রদেশে প্রায় ১৭৬ জন এখনও হাসপাতালে ভর্তি আছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মদপান একটি অপরাধ। দেশটির সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর জন্য মদপান নিষিদ্ধ হলেও এবং প্রায়ই পুলিশ অভিযান সত্বেও সেখানে অবৈধ মদ সহজলভ্য।

প্রকাশ :অক্টোবর ১, ২০১৮ ১১:১৩ পূর্বাহ্ণ