১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪
খেলার একটি মুহূর্ত- বাংলাদেশ ফুটবল ফেডারেশন

পাকিস্তানকে ১৭ গোল দিয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক:

অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৭ গোল দিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। লাল-সবুজ দলের বিপক্ষে কোনও গোল করতে পারেনি পাকিস্তান।

খেলার প্রথমার্ধে ৮-০ গোলে এগিয়ে থেকে বাংলাদেশ। এসময় মোছাম্মত সিরাত জাহান স্বপ্না ৪টি, মার্জিয়া ৩ এবং শিউলি আজিম গোল করেন একটি করে।

দ্বিতীয়ার্ধেও মার্জিয়াদের দমাতে পারেনি পাকিস্তানের কিশোরীরা। একে একে আরও নয়টি গোল করে বাংলাদেশ। স্বপ্না আরও ৩টি, মার্জিয়া একটি, শিউলি আজিম একটি গোল করেন। আঁখি খাতুন, মিশরাত জাহান, তহুরা খাতুন ও কৃষ্ণা রানী করেন একটি করে গোল।

গোলবার লক্ষ্য করে নেওয়া মোট ২৫টি শটের মধ্যে বাংলাদেশের মেয়েরা কাজে লাগাতে পেরেছে ১৭টি শট।

সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট এবারও লাল-সবুজ দলের গ্রুপসঙ্গী ছিল নেপাল ও পাকিস্তান। দাপুটে জয়ের পর এখন বাংলাদেশের সামনে শুধু নেপাল। আগামী মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে গত মাসে ভুটানের এই চাংলিমিথাং স্টেডিয়ামেই অনূর্ধ্ব ১৬ সাফে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৮ ১০:৪৪ অপরাহ্ণ