১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

৮ লাখ টাকার বার্মিজ সিগারেটসহ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮১ হাজার ৬০০ পিস বার্মিজ সিগারেটসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

রোববার বিকেলে এ অভিযান চালানো হয়। গ্রেফতার আব্দুল রজব (২৮) টেকনাফের জাদিমোড়া ক্যাম্পের ব্লক-সি-২-এর বাসিন্দা রশিদ আহম্মেদের ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান জানান, টেকনাফের জাদিমোড়া বাজার এলাকায় চোরাকারবারীরা বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বার্মিজ সিগারেট ক্রয়-বিক্রয় করছে- এমন খবর পেয়ে আভিযানে চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে আব্দুল রজবকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বসতঘর তল্লাশি করে প্লাস্টিকের বস্তা মোড়ানো অবস্থায় ৮১ হাজার ৬০০ পিস বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ৮ লাখ ১৬ হাজার টাকা।

তিনি আরও জানান, আব্দুল রজব দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে অবৈধভাবে মিয়ানমার থেকে সিগারেট নিয়ে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৮ ৯:৫৮ অপরাহ্ণ