১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৭

যৌন হেনস্তা নিয়ে মুখোমুখি তনুশ্রী-রাখি

বিনোদন ডেস্ক:
নানা পটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের অভিযোগ নিয়ে বলিউডে তোলপাড় চলছে। আর বিতর্ক যেখানে, সেখানে রাখি সাওয়ান্ত থাকবেন না তা কি হয়? শনিবার এই ঘটনা নিয়েই সাংবাদিক সম্মেলন করেছেন রাখি। আর তার সকল অভিযোগের তীর তনুশ্রী দত্তের দিকে।

‘হর্ন ওকে প্লিজ’ (২০০৯) ছবিতে যে গানটি নিয়ে এত বিতর্ক সেই গানে পরে তনুশ্রীর বদলে রাখিই নাচেন। সংবাদ মাধ্যমের কাছে রাখির দাবি, শুটিংয়ের সময়ে তনুশ্রী নিজের মেকআপ ভ্যানে গিয়ে ড্রাগ নিচ্ছিলেন। তার পরে আর ভ্যানের দরজা খোলেননি।

রাখির কথায়, ‘ওই সব ‘মি-টু’ আন্দোলন বাদ দিন। আমি এর অংশ হতে চাই না। ‘নাথানি উতারো’ গানটির জন্য হঠাৎ গণেশ আচার্য আমায় ফোন করে ছবির সেটে ডাকেন। আমি তখন বাড়িতে। নানা পটেকরও ফোন করে ডাকেন। আমি জানতাম না তখন কী হয়েছে। আমি সেটে গিয়ে জানতে পারি গানটির কিছু অংশের শুটিং হয়েছে। তার পরেই তনুশ্রী প্রায় ৪-৫ ঘণ্টা ধরে নিজেকে ভ্যানিটি ভ্যানে আটকে রেখেছেন।’

রাখি জানিয়েছেন, তনুশ্রীর হেয়ার অ্যান্ড মেক আপ আর্টিস্টকে তিনিও চিনতেন। তাকে জিজ্ঞাসা করেই রাখি জানতে পারেন, তনুশ্রী ভ্যানের মধ্যে ড্রাগ নিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। রাখির দাবি, এই ঘটনার পরেই তাকে ওই আইটেম সং-এ নাচার জন্য অনুরোধ করেছিলেন গণেশ ও নানা।

প্রসঙ্গত, তনুশ্রীর পাশে ইতিমধ্যেই প্রিয়াঙ্কা চোপড়া, রবিনা ট্যান্ডন, টুইঙ্কেল খান্না, স্বরা ভাস্কর, ফারহান আখতার দাঁড়িয়েছেন। অন্যদিকে বিতর্কের সঙ্গে রাখি বহু পুরনো সম্পর্ক। তাই তিনি যে মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন, তা বলাই বাহুল্য।

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৮ ৪:১৬ অপরাহ্ণ