১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

ডিজিটাল নিরাপত্তা আইন : তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে সম্পাদক পরিষদ

নিজস্ব প্রতিবেদক:
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠকে বসেছেন সরকারের তিন মন্ত্রী ও এক উপদেষ্টা। তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার দুপুর সাড়ে ১২টায় এই বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে উপস্থিত আছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। এছাড়া আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক শুরুতে উপস্থিত হতে না পারলেও খুব দ্রুত যোগ দেবেন বলে জানিয়েছেন বৈঠকে যোগ দেয়া তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব আবুয়াল হোসেন।

অপরদিকে সম্পাদকদের মধ্যে আছেন নিউজ টুডের রিয়াজ উদ্দিন আহমেদ, প্রথম আলোর মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজ আনাম, যুগান্তরের সাইফুল আলম, নিউএজের নূরুল কবির, মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, কালের কণ্ঠের ইমদাদুল হক মিলন, সংবাদের খন্দকার, মনিরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম, ইনকিলাবের এএমএম বাহাউদ্দিন এবং বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ।

এ ছাড়া বেলা তিনটায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

এরপর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সঙ্গে বৈঠক হবে সরকারের প্রতিনিধিদলের। এর আগে গত বুধবার (১৯ সেপ্টেম্বর) বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল পাস হয়েছে জাতীয় সংসদে।

এই আইনের বিভিন্ন ধারা নিয়ে সাংবাদিকদের আপত্তি থাকলেও তা আমলে নেয়া হয়নি। বরং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের বিতর্কিত ৫৭ ধারাকে ভিন্নভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে সংযোজন করা এবং ঔপনিবেশিক আমলের ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট-১৯২৩’ এই আইনের ৩২ ধারায় সংযুক্ত করায় তা গণমাধ্যমকর্মীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।

এদিকে এ আইন পাস হওয়ার পর সম্পাদক পরিষদসহ সাংবাদিকদের সব সংগঠন এর বিরোধিতা করে আসছে।

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৮ ২:৩০ অপরাহ্ণ