১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

সোহরাওয়ার্দীতে বাড়ছে বিএনপি নেতাকর্মীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক:

প্রায় ১১ মাস পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে যাচ্ছে বিএনপি। আজ রোববার দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এ জনসভা শুরু হবে। এর মধ্যেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

জানা গেছে, ঢাকা মহানগর বিএনপি, মহিলা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার নেতাকর্মীদের মধ্যেও প্রস্তুতির তৎপরতা লক্ষ্য করা গেছে।

সোহরাওয়ার্দী উদ্যানে আজ জনসভার প্রস্তুতি প্রায় শেষের পথে বলে জানা গেছে। জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। সেখানে তিনি সাত দফা উপস্থাপন করবেন। একই সঙ্গে ১২টি কর্মপরিকল্পনা তুলে ধরবেন মির্জা ফখরুল।

এ ছাড়া জনসভা থেকে নীতিনির্ধারণী বক্তব্য, ভবিষ্যতের কর্মপন্থা, ভবিষ্যতের কর্মসূচি আসবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ দলটিকে ২২টি শর্তে এ জনসভার অনুমতি দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করে বলেন, বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত জনসভার অনুমতি দিয়েছে। রোববার একটি সফল জনসভা হবে।

খালেদা জিয়াকে ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে এটাই দলের প্রথম জনসভা। এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখবেন।

সর্বশেষ ২০১৭ সালে ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছিল বিএনপি। ওই জনসভায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য রেখেছিলেন। এবার তিনি কারাবন্দী।

এর আগে ঢাকায় গত ১ সেপ্টেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করেছিল বিএনপি। এর পর এটাই হবে বড় কর্মসূচি।

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৮ ১২:৪৬ অপরাহ্ণ