১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০১
ফারাহ খান

‘ফারাহ খানের লজ্জা হওয়া উচিত’

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত একের পর এক অভিযোগ উত্থাপন করছেন। ইতিপূর্বে তিনি নানা পাটেকার এবং বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। এবার তার অভিযোগের নিশানা ফারাহ খান।

ফারাহ খানের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে তনুশ্রী বলেছেন, কোরিওগ্রাফার-পরিচালক ফারাহ খানের নারী হিসেবে লজ্জা হওয়া উচিত। ফারাহ খানের বিরুদ্ধে তার অভিযোগের নেপথ্যে একটি ছবি। সামাজিক মাধ্যমে ফারাহ নিজের একটি ছবি পোস্ট করেছেন, যেখানে নানা পাটেকার এবং অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও রয়েছেন।

ফারাহ খানের সঙ্গে জয়সলমিরে শুটিং করছেন কৃতী শ্যানন, পূজা হেগরে, চাঙ্কি পাণ্ডে এবং নানা পাটেকার। সম্প্রতি সেই ছবি পোস্ট করেন তিনি।

তনুশ্রীর প্রশ্ন, এত কিছুর মধ্যেও ফারাহ খান, নানা পাটেকারের সঙ্গে ছবি তুলে পোস্ট করেন কী করে? যেখানে একজন নারীর সঙ্গে হেনস্তার ঘটনা নিয়ে বলিউড তোলপাড় হয়ে চলেছে সেখানে ফারাহ এমন কাজ করলেন কী করে। যদিও তনুশ্রীর এই মন্তব্যে ফারাহ কোনো পাল্টা জবাব দেননি।

উল্লেখ্য, সম্প্রতি বলিউড তারকা তনুশ্রী দত্ত অভিযোগ করেছন, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি আইটেম গানের সময় নানা পাটেকার তার সঙ্গে অভব্য আচরণ করেন।

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৮ ৮:৩৮ অপরাহ্ণ