১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

এশিয়া কাপে বোলিংয়ে শীর্ষে মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক:
এবারও এশিয়া কাপের ফাইনালে শেষ বল পর্যন্ত লড়াই করে হারতে হলো বাংলাদেশকে। এর পরও টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় নাম লেখালেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাও কী ১০ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন তিনি।

এই টুর্নামেন্টে মোস্তাফিজুর রহমান ৬ ম্যাচ খেলে ১০ উইকেট শিকার করেন। আর উইকেট সংগ্রহ ও রানের হিসেব করলে সর্বোচ্চ উইকেট নেয়ার মালিক তিনিই। যদিও তাঁর সমান ১০ উইকেট রয়েছে কুলদ্বীপ যাদভ ও রশিদ খানেরও। তবে তারা মোস্তাফিজের চেয়ে বেশি রান দিয়েছেন।

এ ছাড়া সাত উইকেট নিয়ে তালিকার ৫ নম্বরে রয়েছেন শেষের দুই ম্যাচ খেলতে না পারা সাকিব আল হাসান।

এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা
১. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ): উইকেট – ১০, সেরা বোলিং – ৪/৪৩
২. রশিদ খান (আফগানিস্তান): উইকেট – ১০, সেরা বোলিং – ৩/৪৬
৩. কুলদ্বীপ যাদভ (ভারত): উইকেট – ১০, সেরা বোলিং – ৩/৪৫
৪. জাসপ্রিত বুমরাহ (ভারত): উইকেট – ৮, সেরা বোলিং – ৩/৩৭
৫. সাকিব আল হাসান (বাংলাদেশ): উইকেট – ৭, সেরা বোলিং – ৪/৪২

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৮ ৪:৪০ অপরাহ্ণ