ফরিদপুর প্রতিবেদক:
ফরিদপুরের ভাঙ্গায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দু’জন।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়ার সড়ক দুর্ঘটনায় দুইজন ও শুক্রবার ভোর সাড়ে ৬টায় ঢাকা-মাওয়া মহাসড়কের কলাপাড়ার দুর্ঘটনায় একজন নিহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুুজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত আড়াউটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রর দুই যাত্রী নুরু মুন্সী এবং রোজিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুই যাত্রী।
অপরদিকে শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের কলাতলা নামক স্থানে ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি বাস মাওয়া যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক মজিবর শেখ নিহত হন। এ ঘটনায় স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।