নিজস্ব প্রতিবেদক:
পদ্মা নদীতে পানি কমে যাওয়ার ফলে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে কয়েকদিন ধরেই ব্যহত হচ্ছে ফেরি চলাচল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার ফেরি চলবে কি না সে বিষয়ে নিশ্চিত নন কাঁঠালবাড়ী ফেরি ঘাটের বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা-কর্মচারীরা।
জানা যায়, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্ট, যে পথ দিয়ে কাঁঠালবাড়ী থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো মূল পদ্মায় প্রবেশ করে শিমুলিয়ার পথ ধরে সেই স্থানগুলোতে পানির স্তর কমে গেছে। ফলে ধারণক্ষমতার চেয়েও কম পরিবহন নিয়ে চলাচল করলেও ডুবোচরে আটকে যাচ্ছে ফেরি।
এদিকে, চ্যানেলে নাব্যতা সংকট নিরসনে খননকাজ চললেও ফেরি চলাচলের জন্য স্বাভাবিকতা ফিরে আসেনি।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

