নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ঐক্য জগাখিচুড়ি ধরনের, এর ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
শাজাহান খান বলেন, ‘ঐক্যের একটি আদর্শিক ভিত্তি থাকতে হয়। কিন্তু জাতীয় ঐক্যের নেতাদের কোনো আদর্শিক ভিত্তি নেই। এই ঐক্য হলো জগাখিচুড়ি ধরনের ঐক্য, এর ভবিষ্যৎ অন্ধকার। কত দিন এই ঐক্য থাকবে, সেই প্রশ্ন সবার মনে। এক সময় তাদের নিজেদের মধ্যে সুসর্ম্পক টিকবে না।’
মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে জাতীয় ঐক্যের নেতারা মৌসুমী পাখির মতো ক্ষণে ক্ষণে উদিত হয়। এটা একটি খারাপ লক্ষণ। কারণ আগামীতে জাতীয় নির্বাচন, এই সময়ে তারা যে কাজটি করতে চাচ্ছেন, তাতে নির্বাচনী বৈতরণী পার হতে পারবে না। কারণ তারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না।’
বিএনপি জাতীয় ঐক্যের নামে খালেদা জিয়ার মুক্তির ইস্যু খুঁজছে বলে মন্তব্য করেন এ আওয়ামী লীগ নেতা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, সাধারণ সম্পাদক এমআর মুর্তজাসহ সংগঠনের নেতারা। পরে মন্ত্রী মাদারীপুর জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।