১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:৫৫

হঠাৎ বৃষ্টিতে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক:

কয়েকদিন ধরেই রাজধানীর ঢাকার আকাশে কখনো গুমোট মেঘ, কখনো খরতাপ খেলা করছিল। সূর্যের তীব্র তাপ না থাকলেও ছিল ভ্যাপসা গরম। সোমবার সকাল থেকেই সূর্যের দেখা ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ভারী মেঘের আনাগোনা শুরু হয়। দুপুর ১২টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। শীতল হয় নগরবাসী।

বৃষ্টিতে স্বস্তি মিললেও দুর্ভোগে পড়েন নগরবাসী। বৃষ্টির আগমুহূর্তে রাস্তায় বের হওয়া অনেকেই কাকভেজা হয়ে গন্তব্যে পৌঁছান। আবহাওয়া অধিদফতার জানায়, এদিন ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১৭.১ কিলোমিটার।

গত সাত দিনে ঢাকা জেলায় বৃষ্টিপাতের রেকর্ড করা হয় ২০-৪০ মিলিমিটার। এদিকে চট্টগ্রাম ও সিলেটও বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ৫, ২০১৭ ২:০৯ অপরাহ্ণ