আন্তর্জাতিক ডেস্ক:
পরকীয়া ডিভোর্সের একটি কারণ হতে পারে, কিন্তু কখনও ফৌজদারি অপরাধ হতে পারে না বলে জানিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। পরকীয়া মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করেন বলে জানিয়েছে এনডিটিভি।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরকীয়া ডিভোর্সের একটি কারণ হতে পারে, কিন্তু কখনও ফৌজদারি অপরাধ হতে পারে না। এই মামলাতেই শীর্ষ আদালত নারী-পুরুষের সমান অধিকারের পক্ষে রায় দিয়েছে।
আদালত আরও জানান, স্ত্রী কখনও স্বামীর সম্পত্তি নয়। নারীদের মর্যাদা সবার উপরে।
ভারতীয় দণ্ডবিধির ৪৯৭ ধারায় বা পরকীয়া আইনে বলা ছিল, কোনো বিবাহিত পুরুষ যদি কোনো বিবাহিতার সঙ্গে যৌন সম্পর্ক করে এবং তাতে নারীর স্বামীর অনুমতি না থাকে তাহলে পরকীয়া অপরাধ হিসেবে গণ্য হবে। এখানে স্ত্রীর ভূমিকা নগণ্য ছিল।
১৮৬০ সালের পুরনো এই আইনকেই চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়। মামলাকারীদের দাবি ছিল, বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষিতে এই আইন বাতিল করা হোক। সেই সিদ্ধান্তেই সিলমোহর লাগাল দেশটির শীর্ষ আদালত।