১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৪

বাহুবলে পুলিশকে লক্ষ্য করে ককটেল ফাটাল দুর্বৃত্ত, ৬ বোমা উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে পুলিশকে লক্ষ্য করে একটি ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ছয়টি ককটেল ও ছয়টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সামনে খোলা জায়গা থেকে ওই বোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দিবাগত রাতে একদল পুলিশ উপজেলার মিরপুর বাজার এলাকায় টহলরত অবস্থায় ইউনিয়ন পরিষদের পাশে একটি নির্মাণাধীন ভবনের সামনে খোলা জায়গায় ৪-৫ জন লোকের জটলা দেখতে পায়।

পরে পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মেরে বিস্ফোরণ ঘটিয়ে তারা দৌড়ে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরণে এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরে ঘটনাস্থলে বালুর স্তূপ থেকে পুলিশ ছয়টি তাজা ককটেল ও ছয়টি পেট্রলবোমা উদ্ধার করে।

খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী, জেলা পরিষদ সদস্য আলাউর রহমান শাহেদ ও শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর একদল সদস্য ঘটনাস্থলে আসেন। পরে উদ্ধারকৃত বোমাগুলো থানায় নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিক এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৮ ১:০৭ অপরাহ্ণ