টাঙ্গাইল প্রতিনিধি:
রংপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদুন্নবী জুয়েল টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে টাঙ্গাইলের ভুয়াপুরে বঙ্গবন্ধু সেতুর পুর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় চালকসহ দুইজন আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, রংপুর থেকে একটি পাজেরো জিপে যুবলীগের নেতা জুয়েল ঢাকা যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে জিপটি ভুয়াপুর লিঙ্ক রোডে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জুয়েলসহ জিপের চালক সঞ্জীব দত্ত ও জুয়েলের সহযোগী বিপ্লব আহত হন।
তাদেরক উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জুয়েলকে মৃত ঘোষণা করেন। অপর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।