১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০০

‘ইনশাআল্লাহ, আমরা আরও জিতব, জয় আমাদের’ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক:
এশিয়া কাপের সুপার ফোর পর্বের ‌‘অলিখিত সেমিফাইনালে’ জয় পেয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ইনশাআল্লাহ, আমরা আরও জিতব, জয় আমাদের।’

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর উপ প্রেস-সচিব আশরাফুল আলম খোকন। তিনি জানান, জাতিসংঘের সদরদপ্তর থেকে বের হয়ে হোটেলে যাওয়ার পর জয়ের খবর পেয়ে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমার দেশের ক্রিকেট দলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। দোয়া করি, তারা যে জয়ের ধারা সূচনা করেছে, তা যেন অব্যাহত থাকে। ইনশাআল্লাহ, আমরা আরও জিতব, জয় আমাদের।’ এ সময় ক্রিকেটারদের উদ্দেশে ভি (বিজয়ী) চিহ্ণও দেখান শেখ হাসিনা।

জাতিসংঘের ব্যস্ততার মাঝেও নিয়মিত খেলার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। জয়ের খবর পেয়ে টেলিফোনে কথা বলেছেন অধিনায়ক মাশরাফির সঙ্গে। অভিনন্দন জানিয়েছেন সকলকে। আগামী ম্যাচের জন্য বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানান তিনি।

বাংলাদেশের দলের এই জয়ে হোটেলে ওই সময় উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৮ ১১:৫৪ পূর্বাহ্ণ