গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীর ঢাকা-রংপুর মহাসড়কে নৈশকোচের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নৈশকোচ ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
গতকাল বুধবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পলাশবাড়ীর বিটিসিএল মোড়ের অদূরে আজমপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী নাবিল পরিবহনের নৈশকোচটি আজমপুর এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কোচ ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ২০ যাত্রী আহত হন।
খবর পেয়ে টহলরত পলাশবাড়ী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কোচ ও ট্রাকের চালক-হেলপারসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।