১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি নিহত

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার আসামি সবুজ (২৫) নিহত হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে পাহাড়তলীর উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

পাহড়াতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘গভীর রাতে বেড়িবাঁধ এলাকায় একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। ডাকাতদের আস্তানা ঘিরে ফেলা হলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও তখন আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন সবুজ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত সবুজের বিরুদ্ধে থানায় ডাকাতির তিনটি এবং অস্ত্র আইনের দুটিসহ মোট ছয়টি মামলা রয়েছে। তিনি পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকার বাসিন্দা। এলাকার মানুষ তাকে ‘পিচ্চি সবুজ’ নামে চেনে।

এছাড়া ঘটনাস্থল থেকে অপু (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয় বলেও জানান ওসি।

পাহড়াতলী থানা জানিয়েছে, বন্দুকযুদ্ধের এই ঘটনায় আরেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি বন্দুক, একটি দেশে তৈরি এলজি, একটি খেলনা পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করার কথাও জানিয়েছে পুলিশ।

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৮ ১০:৫৫ পূর্বাহ্ণ