নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শাহবাগে পুলিশের গুলিতে বিল্লাল হোসেন কবির ও সালমান নামে দুই সন্দেহভাজন ছিনতাইকারী আহত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনার পর তাদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পুলিশ পাহারায় তাদের চিকিৎসা চলছে। তাদের কাছ থেকে খেলনা পিস্তল ও চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার দু’জনই মোটরসাইকেল নিয়ে ছিনতাই করে। রিকশা বা অন্য কোনো যানবাহনে থাকা যাত্রীদের ব্যাগসহ মূল্যবান সামগ্রী কেড়ে নিয়ে তারা দ্রুত পালিয়ে যায়।
মঙ্গলবার রাত দেড়টার দিকে তারা মৎস্য ভবন এলাকায় এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাই করে। সেখান থেকে শাহবাগের দিকে পালানোর সময় প্রথমে শিখা চিরন্তনের ফটকের সামনে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ। তবে সে চেষ্টা ব্যর্থ হয়। এরপর শিশু পার্কের সামনে ব্যারিকেড দিয়ে তাদের থামানো হয়। এ সময় তারা পিস্তল ও চাপাতি নিয়ে পুলিশকে আক্রমণে উদ্যত হয়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে দু’জনেরই পায়ে গুলি লাগে।
ওসি আরও জানান, আহত হওয়ায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেরে উঠলে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতারকৃত কবিরের বিরুদ্ধে মিরপুর থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা রয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা পিস্তলটি পরীক্ষা করে দেখা যায়, সেটি আসল নয়। দু’জনেরই বাড়ি নারায়ণগঞ্জের বন্দর এলাকায়।
এর আগে সোমবার রাতে ধানমণ্ডি এলাকায় ছিনতাই করে পালানোর সময় পুলিশের গুলিতে আহত হয় স্বপন নামে এক ব্যক্তি।