১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৮

শাজাহানপুরে ট্রাক উল্টে মা-মেয়ের মৃত্যু

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় রডবোঝাই ট্রাক উল্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের ফটকি সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাহেদা ও তার মেয়ে সামিনা। নিহতরা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পণ্যবোঝাই ওই ট্রাকে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, কাইয়ুম নামের এক রিকশাচালক কম ভাড়ায় পণ্যবোঝাই ট্রাকে করে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন। রডবোঝাই ট্রাকটি বগুড়া-রংপুর মহাসড়কের ফটকি সেতুর কাছাকাছি এলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সেতুর নিচে পড়ে যায়।

ওসি আরও জানান, স্থানীয়রা সেখান থেকে ট্রাকচালকসহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করলেও কেবিনে থাকা জাহেদা ও সামিনা নামের দুই নারী মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ২৬, ২০১৮ ৩:৪২ অপরাহ্ণ