রকমারি ডেস্ক:
বিমানের এক যাত্রীর বোকামির জেরে মাঝ আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানে। ভারতের দিল্লি-পাটনাগামী ‘গো এয়ার’ বিমানের এক যাত্রী মাঝ আকাশে শৌচালয় ভেবে বিমানের দরজা খোলার চেষ্টা করেন। গত শনিবার ‘G8-149’ বিমানে ঘটনাটি ঘটে ৷
সেই সময় বিমানে উপস্থিত ছিল ১৫০ জন। পাটনা পৌঁছনোর পর সেই ব্যক্তিকে এয়ারপোর্ট থানার হাতে তুলে দিয়েছে। রাজস্থানের আজমেরে একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত সেই ব্যক্তি ৷ তিনি দিল্লি থেকে পটনা যাচ্ছিলেন।
বিমানের যাত্রীরা জানিয়েছেন, নিজের সিট থেকে ওঠে সেই ব্যক্তি এমারজেন্সি গেটের সামনে চলে যান। এরপর সেটি খোলার চেষ্টা শুরু করেন। কিন্তু বাকি যাত্রীদের তৎপরতায় এড়ানো সম্ভব হয়েছে বড় দুর্ঘটনা। তবে তাকে আটকানোর চেষ্টা করলে তিনি তা মানতে রাজি না হওয়ায় শুরু হয় ধস্তাধস্তি। এর জন্য বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে ৷
সেই বিমানের পাইলট জানিয়েছেন, রিয়ার গেটের লক খুলতে সক্ষম হয়েছিলেন সেই ব্যক্তি। কিন্তু এয়ার প্রেসারের জন্য দরজাটা খুলতে পারেননি। ক্র মেম্বরদের জানানোর আগে বিমানের সহ-যাত্রীরা গেটটি ফের লক করে দেয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে সেই ব্যক্তি জানিয়েছেন যে, বিমানে তিনি প্রথমবার যাত্রা করছিলেন। তিনি জানতে না সেটা এমারজেন্সি গেট। শৌচালয় ভেবে দরজা খোলার চেষ্টা করেছিলেন তিনি। বন্ডে সই করিয়ে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ ৷
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

