নিজস্ব প্রতিবেদক:
মাওয়া ঘাটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, মাওয়া রুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এ রুটের বহু যানবাহন পাটুরিয়া হয়ে ফেরি পারের জন্য আসছে। ফলে, পাটুরিয়া রুটে বাড়তি যানবাহনের চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাকের চাপ রয়েছে বেশি। তবে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপারে সুযোগ দেয়া হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ জানান, মধ্যরাত থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাস ও জরুরী পণ্যবাহী ট্রাকের চাপ ছিল বেশি। সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করায় ফেরিঘাট এলাকায় আটকা পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক।