২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৫

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক:
আফগানিস্তান অধিনায়ক আসগর আফগানের টস ভাগ্যে বলতে হবে। এ নিয়ে এশিয়া কাপের পাঁচ ম্যাচের চারটিতে টস জিতেছেন তিনি। চারবারই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করবেন বলে জানিয়েছেন আফগান অধিনায়ক।

টসের সময় অবশ্য একটু বিস্ময় উপহার দিয়েছেন এমএস ধোনী। আসগরের সঙ্গে টস করতে নামেন তিনি। ভারতের এশিয়া কাপের ফাইনাল আগেই ঠিক হয়ে গেছে। তাই আফগানদের বিপক্ষে ভারতের পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ ধরা হচ্ছে এটাকে। তাতে ভারতের হয়ে এ ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছে পেসার দিপক চাহারের।

ভারতের হয়ে এ ম্যাচে অধিনায়কত্ব করবেন ধোনী। কারণ দলে নেই অধিনায়ক এবং ওপেনার রোহিত শর্মা। এছাড়া শেখর ধাওয়ানকে দেওয়া হয়েছে বিশ্রাম। পেস আক্রমনে নেই ভুবনেশ্বর কুমার এবং জসপ্রিত বুমরাহ। এছাড়া স্পিনার যুজবেন্দ্র চাহালকে রাখা হয়েছে দলের বাইরে। লোকেশ রাহুলকে দেখা যাবে ওপেন করতে। সঙ্গে থাকবেন আম্বাতি রাইডু। দলে ফিরেছেন মানিস পান্ডে। ভারতের পেস আক্রমণ সামলাবেন দিপক চাহার, খলিল আহমেদরা।

ভারতের একাদশ: লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মানিশ পান্ডে, এমএস ধোনী, দিনেশ কার্তিক, কেদার যাদব, রাভেন্দ্র জাদেজা, দিপক চাহার, কুলদীপ যাদব, সিদ্ধার্ত কাউল, খলিল আহমেদ।

আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমাদি, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদি, আসগর আফগান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, গুলবাদিন নাইব, আফতাব আলম, মুজিব উর রহমান।

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৮ ৫:৪৮ অপরাহ্ণ