২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

হিমাচলে তুষার ঝড়ে আইআইটির ৩৫ ছাত্রসহ নিখোঁজ ৪৫

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের হিমাচল প্রদেশে ঘুরতে গিয়ে তুষার ঝড়ে রুরকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) ৩৫ জন ছাত্র-সহ অন্তত ৪৫ জন নিখোঁজ হয়েছেন। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে।

সোমবার থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে হিমাচল প্রশাসন। প্রবল তুষারপাতের জেরে কোনো বিপত্তি হতে পারে বলে ধারণা করছে প্রশাসনের কর্মকর্তারা।

কয়েক দিন আগে হিমাচলের লাহুল-স্পিতি জেলায় ট্রেকিংয়ে যায় উত্তরাখণ্ডের রুরকি আইআইটি’র ৩৫ জন ছাত্রসহ ৪৫ জনের একটি দল। হাম্পা পাসে ট্রেকিংয়ের পর তাদের মানালি আসার কথা ছিল। কিন্তু সোমবার থেকেই ওই দলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

ওই দলে থাকা এক ছাত্রের বাবা রাজবীর সিংহ জানিয়েছেন, ‘রবিবারও কথা হয়েছিল। কিন্তু সোমবার অনেক চেষ্টা করেও কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি। স্বাভাবিক ভাবেই আমরা প্রচণ্ড উদ্বেগের মধ্যে রয়েছি।’

হিমাচলের আবহাওয়া দফতর সূত্রে খবর, মানালির কাছাকাছি ওই এলাকায় গত কয়েকদিন ধরেই ভারী তুষারপাত হচ্ছে। পাশাপাশি গত কয়েক দিনে আরও বেশ কিছু এলাকায় ভারী তুষারপাত, বৃষ্টি, ধসে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা হিমাচল প্রদেশ। এখনও পর্যন্ত জলে ভেসে বা ধসে চাপা পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। কুলু কাংড়া, ছাম্বা জেলায় ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ। কুলুতে প্যারাগ্লাইডিং-সহ সমস্ত রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৮ ৫:৩৮ অপরাহ্ণ