১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৮

নৌকায় বজ্রপাত, প্রাণ গেল দুইজনের

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলাই বিলে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে সোমবার রাতে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন।

তারা হলেন কালীগঞ্জ উপজেলার পুনসহি দক্ষিণ পাড়ার নূরুল ইসলাম খানের ছেলে তাজুল ইসলাম (৪৪) ও আব্দুল হান্নান শেখের ছেলে মো. মামুন শেখ (৩০)।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. আবু বকর মিয়া বলেন, সোমবার রাত ১১টার দিকে পুনসহি দক্ষিণ পাড়া এলাকার প্রতিবেশী চাচা-ভাতিজা তাজুল ইসলাম ও মামুন শেখ বাড়ির পাশে বেলাই বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান। তারা একটি গাছ তলায় নৌকায় বসে আলো জ্বালিয়ে টেঁটা দিয়ে মাছ শিকার করছিলেন। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে নৌকা থেকে তারা দুইজন পানিতে পড়ে যান। পাশের অন্য নৌকার মাছ শিকারিরা বিষয়টি দেখতে পেয়ে সংবাদ দিলে পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্বজনরা।

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৮ ৪:৩৬ অপরাহ্ণ