১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৪

প্রেমিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আরবাজ খান!

বিনোদন ডেস্ক:
প্রায় দু,বছর হচ্ছে বিচ্ছেদ হয়েছে বলিউডের আইটেম গার্ল খ্যাত মালাইকা অরোরা ও আরবাজ খানের। পরকীয়ার জেরে তাদের বিচ্ছেদ হয়েছিল বলে তখন বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। আর এই বিচ্ছেদের রেশ কাটতে না কাটতে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে আরবাজ ও জার্জিয়া।

আগামী বছরই নাকি জর্জিয়া এন্দ্রিয়ানির সঙ্গে মালা বদল করে ফেলবেন আরবাজ খান। তবে কোনও ধুমধাম করে নয়, আইনিভাবেই দু’জনে বিয়ে করবেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ, কোর্ট ম্যারেজ সারবেন এই প্রেমিক যুগল। আরবাজ এবং জর্জিয়ার এ সিদ্ধান্তে কোনও আপত্তি নেই খান পরিবারের। জর্জিয়ার পরিবারও এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে।

সম্প্রতি অর্পিতা খান শর্মার বাড়িতে গণেশ উৎসবের মুখোমুখি হয়েছিলেন আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা এবং জর্জিয়া। সামনা সামনি দেখা হওয়ার পরও কেউ কারও সঙ্গে কথা বলেননি। তবে জর্জিয়ার বাবার সঙ্গে মালাইকার টুকটাক কথা হয়েছিলো বলে জানা যায়। তবে গণেশ উৎসব যাতে মুম্বাইতে থেকে সেলিব্রেট করেন, তার জন্য জর্জিয়া এবং তার বাবাকে আমন্ত্রণ করেন আরবাজ খান।

এদিকে জর্জিয়া খুব শিগগির বলিউডে অভিনয় করবেন। বেশ কয়েকটি প্রযোজক সংস্থা এ বিষয়ে জর্জিয়ার সঙ্গে কথাও বলেছে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি আরবাজও জর্জিয়ার বলিউডে অভিষেক নিয়ে বেশ উচ্ছ্বসিত। এদিকে আরবাজ-জার্জিয়াকে নিয়ে বেশ জরে সরে গুঞ্জন চলছে বলি’টাউনে।

তবে মালাইকার সঙ্গে সম্পর্কের ভাটা পড়লেইও পরিবারের সঙ্গে আগের মতই সবকিছু ঠিকঠাক আছে। ছেলে আরহান, জার্জিয়া এবং প্রিয় বন্ধু ও শালিকা অমৃতাকে নিয়ে আরবাজ ডিনার ডেটে বেরিয়েছেন। মালাইকার সঙ্গে বিচ্ছেদ হয়ে গলেও, অমৃতা অরোরার সঙ্গে যে আরবাজের বন্ধুত্ব এখনও অটুট, তা ওই ছবি থেকেই স্পষ্ট হয়ে যায়।

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৮ ১:৫৮ অপরাহ্ণ