১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২২

চাপ সামলে নিচ্ছে আফগানরা

ক্রীড়া ডেস্ক:

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের সামনে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে। ওই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দু্ই উইকেট হারিয়েছে আফগানিস্তান। দলের ২০ রানের মাথায় মুস্তফিজের বলে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার এহসানউল্লাহ জানাত। তিনি করেন ৮ রান। এরপর রহমত শাহকে রানআউট করে ফেরান সাকিব। সর্বশেষ খবর পর্যন্ত আফগানিস্তান ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮ রান তুলেছে। শুরুর চাপ সামলে ব্যাট করছেন মোহাম্মদ শাহজাদ এবং হাসমতউল্লাহ শাহেদি।

এর আগে বাংলাদেশ শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। দলীয় শত রানের হারায় বাংলাদেশ হারায় ৫ উইকেট। এরপর মাহমুদুল্লাহ এবং ইমরুলের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। মাহমুদুল্লাহ ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। এছাড়া ইমরুল কায়েস খেলেন ৭২ রানের হার না ইনিংস। তাদের দু’জনের ব্যাটে ২৫০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৮ ১১:৩৭ অপরাহ্ণ