১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০২

মহেশখালীর পাহাড়ে বন্দুক তৈরির কারখানার সন্ধান!

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীর পাহাড়ি এলাকায় অপরাধীদের গ্রেফতারে অভিযান চালাতে গিয়ে বন্দুক তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করে। এ সময় ৯টি বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক মোহাম্মদ ইসহাক ( ৩২) সোনাদিয়ার পূর্বপাড়া এলাকার জনৈক অলী আহমদের ছেলে।

রোববার বিকালে মহেশখালীর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হওয়া যুবকের দেওয়া তথ্যের সূত্র ধরে একটি বন্দুক তৈরির কারখানায় অভিযান চালানো হয়। মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ এসব তথ্য নিশ্চিত করেন।

প্রকাশ :সেপ্টেম্বর ২৩, ২০১৮ ১১:০৯ অপরাহ্ণ