অর্থনীতি ডেস্ক:
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই বললেই চলে। তবে বিরূপ পরিস্থিতি তৈরি হলেও দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার পেশাদার হিসাববিদদের সংগঠন আইসিএমএবির আন্তর্জাতিক সম্মেলনে এমন আশার বাণী শুনিয়েছেন তিনি।
রাজধানীতে সোনারগাঁও হোটেলে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতি এখন ভারসাম্যপূর্ণ অবস্থানে আছে। নির্বাচনের সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, অর্থনীতিতে এর প্রভাব পড়বে না। তবে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজির উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে আঞ্চলিক কিছু বাধা উত্তরণ করতে হবে।
সম্মেলনে আরও বক্তব্য দেন আইসিএমএবির সভাপতি মোহাম্মেদ সেলিম, বিএসইসির কমিশনার স্বপন কুমার বালা, ইনডেপ গ্রুপের ডিএমডি মামুনুর রশীদ, সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের সাবেক সভাপতি সিএমএ এএন রামান প্রমুখ।