ক্রীড়া ডেস্ক:
এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের সামনে ২৫০ রানের লক্ষ্য দিয়েছে। ওই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারিয়েছে আফগানরা। দলের ২০ রানের মাথায় মুস্তফিজের বলে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার এহসানউল্লাহ জানাত। তিনি করেন ৮ রান। সর্বশেষ খবর পর্যন্ত আফগানিস্তান ৪.১ ওভারে ১ উইকেট হারিয়ে ২০ রান তুলেছে। ক্রিজে আছেন মোহাম্মদ শাহজাদ এবং রহমত শাহ।
এর আগে বাংলাদেশ শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। দলীয় শত রানের হারায় বাংলাদেশ হারায় ৫ উইকেট। এরপর মাহমুদুল্লাহ এবং ইমরুলের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। মাহমুদুল্লাহ ৭৪ রানের দারুণ এক ইনিংস খেলেন। এছাড়া ইমরুল কায়েস খেলেন ৭২ রানের হার না ইনিংস। তাদের দু’জনের ব্যাটে ২৫০ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল ইসলাম শান্ত, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মেহেদি মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শাহজাদ, এনসানউল্লাহ জানাত, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ সেনওয়ারি, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।