অনলাইন ডেস্ক:
গোলযোগপূর্ণ কাশ্মীরে ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে হামলার চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
এক মুখপাত্র বলেন, হামলাকারীরা ভোরের আগে ভারত অধিকৃত কাশ্মিরের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর একটি ক্যাম্পের বাইরে গ্রেনেড বিস্ফোরণ করে এবং স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে হামলা চালায়।
সিআরপিএফের মুখপাত্র ভুবেশ চৌধুরী বলেন, ‘তারা ক্যাম্পে হামলার চেষ্টা করে। তবে তাদেরকে ক্যাম্পের গেটের ভেতরেও ঢুকতে দেয়া হয়নি।’
তিনি আরো বলেন, ‘অত্যন্ত সফল ও চমৎকার এই অভিযানে হামলাকারীদের চারজনই নিহত হয়েছেন। আমাদের পক্ষের কেউ আহত হয়নি।’
লাশগুলো থেকে চারটি রাইফেল, গ্রেনেড ও অন্যান্য গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

