আন্তর্জাতিক ডেস্ক:
ইন্টারনেটের মাধ্যমে অশ্লীল তথ্য ছড়ানোর দায়ে চার হাজারেরও বেশি ওয়েবসাইট ও অনলাইন অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে চীন। গতকাল শনিবার ‘ক্ষতিকর’ অনলাইন তথ্যের বিরুদ্ধে গত তিন মাসের প্রচারণায় এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধ করে দেওয়া ওয়েবসাইট ও অ্যাকাউন্টগুলোর মাধ্যমে জুয়া, অশ্লীলতা ও গুজব ছড়ানো হয়েছে। আর এসব বন্ধে গত মে মাস থেকে প্রচারণায় নামে কর্তৃপক্ষ।
তারা গত সপ্তাহে ঘোষণা করেছে, কম্বোডিয়ার হোস্টে থাকা একটি লাইভ স্ট্রিমিং পর্নোগ্রাফি প্ল্যাটফর্মকে পর্যবেক্ষণ করে প্রায় ৩৫ লাখ নিবন্ধিত ব্যবহারকারীকে শনাক্ত করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার পাশাপাশি দেড় লক্ষাধিক ক্ষতিকর তথ্য মুছে ফেলা হয়েছে।
পর্নোগ্রাফিক ও অবৈধ প্রকাশনার বিরুদ্ধে গঠিত চীনের জাতীয় দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গত মে মাস থেকে শুরু হওয়া এই প্রচারণার অংশ হিসেবে কর্তৃপক্ষ ১২০টি আইন লঙ্ঘনের ঘটনা পেয়েছেন। অনিয়ম সংশোধন করতে ২৩০টি প্রতিষ্ঠানকে আদেশ দেওয়া হয়েছে। আগস্ট মাসের শেষের দিকে এক লাখ ৪৭ হাজার ক্ষতিকর তথ্য অনলাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।