১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৮

নারীর গোপনাঙ্গেই মাদকের কারবার!

আন্তর্জাতিক ডেস্ক:
মাদক পাচারে নানা কৌশল অবলম্বন করে থাকে পাচারকারীরা। কিন্তু এমন জায়গায় মাদক লুকনো থাকতে পারে তা ভেবে অবাক হয়ে গেছে পুলিশ।

সম্প্রতি লন্ডনে এক নারীকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, ওই নারী স্কটল্যান্ড থেকে কোকেন ও হেরোইন পাচার করে নিয়ে লন্ডনে এসেছিল।

শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’ একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, লরেন কারসন নামে ওই নারীর অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হয় পুলিশের। তল্লাশি করতেই তার অন্তর্বাসের ভিতর থেকে কোকেনের ৫৩টি প্যাকেট পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় আসল সত্য। ওই নারী তার যৌনাঙ্গের ভিতরে ৮০টি মাদকের প্যাকেট লুকিয়ে রেখেছিল।

তবে মাদক পাচারকারী নয় বলে দাবি করেছেন লরেন কারসন। নিজের ব্যক্তিগত কাজের জন্য এই মাদকগুলি এনেছিলেন বলে জানান। নারী পুলিশ অফিসারকে এমন তথ্য দিয়েছেন তিনি।

পুলিশ অফিসার বলেন, আটক নারী স্কটল্যান্ড থেকে লন্ডনে পর্যটক হিসেবে এসেছেন বলে জানায়। এর আগে যৌনাঙ্গের ভিতরে মাদক পাচারের কারণে তাকে সাড়ে তিন বছর জেলে রাখা হয়েছিল।

প্রকাশ :সেপ্টেম্বর ২২, ২০১৮ ৫:৫৬ অপরাহ্ণ