নিজস্ব প্রতিবেদক:
সেতু দেবে যাওয়ার কারণে বগুড়ার সঙ্গে বোনারপাড়া-সান্তাহার রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া ও সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশনের মাঝামাঝি এলাকায় সেতু দেবে যায়। এরপর থেকেই এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া রেলওয়ের স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম বলেন, দেবে যাওয়া সেতু মেরামত করতে কমপক্ষে ৪-৫ ঘণ্টা সময় লাগবে। এরপর বগুড়ার সঙ্গে বোনারপাড়া-সান্তাহার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে হঠাৎ সেতু দেবে যাওয়ার কারণ সম্পর্কে কিছুই বলতে পারেননি স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম।
স্থানীয়রা জানিয়েছেন, অতিবৃষ্টির কারণে সেতু আশেপাশের মাটি ভিজে নরম হয়ে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বগুড়ার সঙ্গে বোনারপাড়া-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন তারা।