আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় সন্ন্যাসিনীকে ধর্ষণের দায়ে এক যাজককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত ওই যাজককে গ্রেফতারে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছিলেন সন্ন্যাসিনীরা। খবর বিবিসির।
রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইমরান কুরেশি গণমাধ্যমকে জানান, ধর্ষিত ওই সন্ন্যাসিনীর (৪৪) লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গত শুক্রবার ৫৪ বছর বয়সী যাজক ফ্রাঙ্কো মুলাক্কালকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নেয়া হয়।
অভিযোগপত্রে ওই সন্ন্যাসিনী লিখেছেন, ২০১৪ সাল থেকে ২০১৬ সালের মধ্যে তাকে ১৩ বার ধর্ষণ করে ফ্রাঙ্কো।
ক্যাথলিক চার্চে এ ব্যাপারে বারবার নালিশ করেও কোন প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে তিনি এ বছরের জুনে থানায় লিখিতভাবে অভিযোগ করেন।
এ ঘটনায় অভিযুক্ত যাজককে গত বৃহস্পতিবার তার দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ভ্যাটিকান।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

