বিনোদন ডেস্ক:
‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নায়িকা ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া। চলতি বছরের এপ্রিলে গানটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।
ক্যারিয়ারের প্রথম মিউজিক ভিডিও মুক্তির আগে ফারিয়া ঘোষণা দিয়েছিলেন, এই গান থেকে যে আয় হবে তার ১০ শতাংশ তিনি শিক্ষার্থীদের জন্য ব্যয় করবেন। নিজের দেওয়া সেই কথা রেখেছেন নায়িকা।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালের রাইমনি গ্রামের লে জে. এম হারুনুর রশীদ উচ্চ বিদ্যালয়ে দুই লাখ টাকা দেন ফারিয়া।
ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুক সবুজ বলেন, বৃহস্পতিবার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া স্কুলে আসেন। তিনি প্রধান শিক্ষক গোলাম হামদানির হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন।
ফারিয়া বলেন, কোনো কাজের পেছনে মহৎ উদ্দেশ্য থাকলে, আল্লাহ তাতে বরকত দেন। টাকাটা ওই স্কুলের জন্য জরুরি ছিল। এটা তাদের বেশ কাজে আসবে।
ওই গ্রামে কোনো বিদ্যালয় না থাকায় চার বছর আগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। সেটি প্রতিষ্ঠার সঙ্গে জড়িত রয়েছেন নুসরাত ফারিয়ার পরিবারের সদস্যরা।
এদিকে ‘শাহেনশাহ’ ছবিতে কাজ করছেন ফারিয়া। এই ছবিতে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।