১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:২৩

ঢাকা উত্তরের প্যানেল মেয়র ওসমান গনি মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ওসমান গণি মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

ডিএন‌সি‌সির প্রধান তথ্য কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গেছে।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বাড্ডা থানা অাওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন তিনি।

উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক অসুস্থতার কারণে বিদেশে অবস্থান করার সময় গত বছরের সেপ্টেম্বরের প্রথম দিকে ওসমান গণিকে প্যানেল মেয়র মনোনীত করা হয়।

প্রকাশ :সেপ্টেম্বর ২২, ২০১৮ ১১:০০ পূর্বাহ্ণ