১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার

অপরাধ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি দল। সোমবার ভোরে টেকনাফের মুন্ডার ডেইল এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় সাবরাং সীমান্তচৌকির নায়েব সুবেদার মো. লাল মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে বিজিবির সদস্যরা ফেলে যাওয়া পলিথিন ব্যাগের ভেতর থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেন।

টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. অাছাদুদ-জামান চৌধুরী বলেন, প্রায় তিন কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে অাটক করা সম্ভব হয়নি।

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৮ ১:৪৮ অপরাহ্ণ