১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২১

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়াছিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। এতে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সোয়া ৭ টার দিকে ধোপাভিটা এলাকার মুকসুদপুর-বরইতলা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াছিন মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা গ্রামের ফরিদের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা জানান, মুকসুদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে ধোপাভিটা এলাকায় মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নীচে চলে যায়। ঘটনাস্থলেই এর আরোহী ইয়াছিন মারা যান।

এ ঘটনায় বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে ভেতরে থাকা ২০ যাত্রী আহত হন বলে আরও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৮ ১২:২২ অপরাহ্ণ