২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৪৫

মানুষ ক্ষমতার পালাবদল নয় পরিবর্তন চায়: এরশাদ

নিজস্ব প্রতিবেদক:
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মানুষ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ক্ষমতার পালাবদল আর চায় না। মানুষ পরিবর্তন চায়; জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশে শান্তি আসবে। মানুষ শান্তিতে থাকবে।

সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে রোববার জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, দেশের মানুষ শান্তিতে নেই, নিরাপদে নেই। প্রতিদিন মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে। সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিন। দেশে শান্তি ফিরে আসবে; মানুষ মুক্তি পাবে।

তার নিজের কোনো কিছু চাওয়া-পাওয়ার নেই উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমি মানুষের মুক্তি চাই; পরিবর্তন চাই। আমরা ক্ষমতায় এলে প্রাদেশিক সরকার হবে। বিচার ব্যবস্থা স্বাধীন হবে। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। উপজেলা ব্যবস্থা কার্যকর হবে।’

এরশাদ সুনামগঞ্জ-৪ আসনে আগামী নির্বাচনে বর্তমান এমপি পীর ফজলুর রহমান মিসবাহকে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করেন এবং তাকে ভোট দিয়ে আবার নির্বাচিত করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘সুনামগঞ্জ জেলা আমি করেছিলাম। এই জেলার উন্নয়ন আমি করেছি। সেই দাবি থেকে বলছি- আগামী নির্বাচনে পীর মিসবাহকে নির্বাচিত এবং লাঙলকে বিজয়ী করুন।’

এরশাদ বলেন, ১৯৯১ সালের নির্বাচনে সিলেট থেকে আমাকে ৮টি আসন দেওয়া হয়েছিল। এ জন্য সিলেটবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আগামী সংসদ নির্বাচনে সিলেটে আরও বেশি আসন চাই। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।

পীর ফজুলর রহমান মিসবাহর সভাপতিত্বে ও জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অভির সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

এ ছাড়াও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, ইয়াহহিয়া চৌধুরী এমপি, সুনামগঞ্জ জেলা জাপার সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মনির উদ্দিন মনির।

প্রকাশ :সেপ্টেম্বর ১৭, ২০১৮ ১১:৩৫ পূর্বাহ্ণ