নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ব্যাটারি ব্যবসায় বিনিয়োগ করবে। কনফিডেন্স গ্রুপের কনফিডেন্স ব্যাটারিস লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার অর্থাৎ ২৪ হাজার ৫০০টি শেয়ারে (প্রতিটি অভিহিত মূল্য ১০ টাকা করে) ২ লাখ ৪৫ হাজার টাকা বিনিয়োগ করবে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০১৬-২০১৭ হিসাব বছরের ৯ মাসে (জুলাই’১৬-মার্চ’১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৭১ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ৭.১০ টাকা।
গত তিন মাসে (জানুয়ারি’১৭-মার্চ’১৭) পর্যন্ত কোম্পানিটির ইপিএস হয়েছে ৩.৬৫ টাকা। যা এর আগের বছর ছিল ৩.২৪ টাকা।
৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৭৭.৯৫ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪.১৮ টাকা।
দৈনিক দেশজনতা/ এমএইচ