১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৫

পরিবেশ দূষণে বছরে ক্ষতি ৫২ হাজার কোটি টাকা

অর্থনীতি ডেস্ক:
বাংলাদেশে প্রতিবছর পরিবেশ দূষণে ৫২ হাজার কোটি টাকার (৬.৫ বিলিয়ন ডলার) ক্ষতি হয়, যা ২০১৫ সালের জিডিপির ৩ দশমিক ৪ শতাংশের সমান।

রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়, পরিবেশ দূষণে বাংলাদেশ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশটিতে শুধু পরিবেশ দূষণের কারণে বছরে ৫২ হাজার কোটি টাকার ক্ষতি হয়।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বে যেসব মানুষ মারা যান, তার ১৬ শতাংশ পরিবেশ দূষণের কারণে। যেখানে বাংলাদেশে এ হার প্রায় দ্বিগুণ। দেশটিতে এ হার ২৮ শতাংশ।

বাংলাদেশের দূষণ নিয়ে ‘ইনহ্যান্সিং অপরচুনিটিজ ফর ক্লিন অ্যান্ড রেসিডেন্ট গ্রোথ ইন আরবান বাংলাদেশ, কান্ট্রি এনভারমেন্ট এনালাইসিস ২০১৮’ শিরোনামে করা প্রতিবেদনটি তুলে ধরেন বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পার্লকার।

বাংলাদেশের গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলে দূষণের মাত্রা বেশি। ২০১৫ সালে বাংলাদেশের শহরাঞ্চলে ৮০ হাজার মানুষ পরিবেশ দূষণের কারণে মারা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৮ ২:১২ অপরাহ্ণ