১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪
রাজধানীর বাংলামোটর মোড়ে রোববার ভোরে মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপে উঠে পড়ে। ছবি-সংগৃহীত

বাংলামোটরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপে ট্রাক

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাংলামোটর মোড়ে রোববার ভোরে মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপে উঠে পড়ে।

এ সময় ওই এলাকায় যান চলাচলে ব্যাঘাত ঘটে।

তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক দক্ষিণ) এসএম মুরাদ আলি।

তিনি জানান, ভোরে ট্রাকটি ফার্মগেটের দিকে যাওয়ার সময় বাংলামোটর মোড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি সড়ক দ্বীপে উঠে উল্টে যায়।

সেখানে একটি সিগন্যাল পোস্ট ভেঙে যায় এবং ট্রাকের মালামাল রাস্তায় ছড়িয়ে পড়ে।

উপকমিশনার বলেন, এ সময় বেশ কিছু সময় রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয়।

পরে দুটি রেকারের মাধ্যমে মালামাল ও ট্রাক সরিয়ে নিলে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৮ ১২:৩৩ অপরাহ্ণ