১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩২

শাহজালাল বিমানবন্দরে ১৩ কেজি স্বর্ণসহ আটক ১

অপরাধ ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ১৩ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করেছেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। গতকাল শনিবার রাতে রিজেন্ট এয়ারওয়েজে করে সিংগাপুর থেকে আসা ওই যাত্রীর কাছে এই স্বর্ণ পাওয়া যায়। পরে তাকে কাস্টমস হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে এক এনএসআই কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক স্বর্ণ ও যাত্রীকে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যায়, স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে রিজেন্ট এয়ারওয়েজের সিংগাপুর থেকে আসা ফ্লাইটে নজর রাখা হচ্ছিল। সন্দেহ হলে ওই ফ্লাইটের যাত্রী শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়।

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৮ ১১:৫২ পূর্বাহ্ণ