১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯
মুশফিক-মিঠুন জুটি আশা জাগিয়েছিল বাংলাদেশকে। ছবি : এএফপি

৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:
শুরুতে ২ উইকেট হারিয়ে বিপর্যয়। তারপর সেই ধাক্কা কাটিয়ে লড়াইয়ে ফিরে আসা। কিন্তু এই লড়াইটা স্থায়ী হলো না। মালিঙ্গা যেন বাংলাদেশের জন্য বিধ্বংসী হয়ে উঠলেন। ম্যাচের শুরুতে ২ উইকেট নিয়ে টাইগারদের চিন্তায় ফেলে দিয়েছিলেন, তেমনি শেষের দিকে এসে আরো ২ উইকেট নিয়ে চাপে ফেলে দেন বাংলাদেশকে।

শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ১৪তম আসরে টস জিতে ব্যাটিংয়ে নামে মাশরাফির দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হচ্ছে। এ ম্যাচ দিয়ে এক বছর পর ওয়ানডেতে ফিরে আসেন মালিঙ্গা। এসেই নিজের প্রথম ওভারে তুলে নেন সাকিব ও লিটন দাসকে। সুইং ফুল লেংথ বলে শূন্য রানে প্রথম বলেই বোল্ড হন সাকিব। অপরদিকে লিটনও শেষ হন শূন্যতে।

এসময় দলের হাল ধরেন মুশফিক। উপহার দিলেন আরও একটি ফিফটি। ৭৫ রান নিয়ে এখনো ক্রিজে আছেন তিনি। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন মিথুন। কিন্তু মালিঙ্গা এসে এই জুটিকে ভেঙ্গে দেন। তিনি মিথুনকে ফেরান। অফ স্ট্যাম্পের লেংথ বল ক্রস ব্যাটে মিড উইকেটে উড়িয়ে মারতে চেয়েছিলেন মিথুন। বল উঠে যায় আকাশে। ক্যাচ নেন কুসল পেরেরা। ৬৮ বলে ৬৩ রান করে ফিরেন তিনি। ভাঙ্গে ১৩১ রানের জুটি।

এসময় মাহমুদউল্লাহ ক্রিজে আসেন। বাজে শটে ১ রানে বিদায় নেন তিনি। স্কোর বোর্ডে লিখা হয় বাংলাদেশ ৪ উইকেটে ১৩৬ রান। আর মালিঙ্গা পূর্ণ করলেন ৪ উইকেট।

এরপর ১ রানে সাজঘরে ফিরলেন মোসাদ্দেক। ২৮ ওভার শেষে বাংলাদেশ ৫ উইকেটে ১৪২। সবশেষ উইকেটের পতন হয় মেহদি হাসান মিরাজের। লাকমলের বলে স্ট্রেইট ড্রাইভ খেলেছিলেন তিনি। বল নিচু হয়ে ভেসেছে বাতাসে। এই ক্যাচটি নেন লাকমল। ১৫ রানে ফিরেন মিরাজ।এ রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৯০ রান। ওভার শেষ ৩৮।

প্রকাশ :সেপ্টেম্বর ১৫, ২০১৮ ৮:৫৫ অপরাহ্ণ