আন্তর্জাতিক ডেস্ক:
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে বন্দুকধারীদের গুলিতে তিন পর্যটক নিহত এবং সাতজন আহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, শহরের জনপ্রিয় পর্যটন এলাকা প্লাজা গ্যারিবাল্ডির কাছে শুক্রবার রাতে একটি সংযোগ সড়কে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ওই এলাকায় অনেক মারিয়াচি বার রয়েছে। যে কারণে পর্যটকদের কাছে তা বেশ আকর্ষণীয়। হামলাকারীরা মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘মারিয়াচি’ বাদ্যযন্ত্রী দলের পোশাক পরিহিত ছিল। গুলি করার পর তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাত ১০টার দিকে বন্দুক ও পিস্তল হাতে কয়েক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়ে। হতাহতরা একটি রেস্তোরাঁয় বসে ছিলেন। ফরেনসিক কর্মকর্তারা ঘটনাস্থলে ৬০টিরও বেশি গুলির খোসা পেয়েছেন।
প্লাজা গ্যারিবাল্ডি এলাকার পাশেই রয়েছে টেপিটো জেলা যেটি লা ইউনিয়ন মাদক গ্রুপের এলাকা হিসেবে কুখ্যাত। ওই গ্রুপের নেতা রবার্টো ময়াডো এসপারাজে গ্রেপ্তারের পর গত মাসে টেপিটোতে একাধিক সহিংস ঘটনা ঘটে।
আর রাজধানী মেক্সিকো সিটিতে ২০১৪ সাল থেকে হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে গেছে। সেখানে বেশিরভাগ অপরাধ সংঘটিত হয় মাদক সংক্রান্ত কারণে।