১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২

জোর করে ক্ষমতায় থাকার অভিপ্রায় আ.লীগের নেই : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
জোর করে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার কোন অভিপ্রায় আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের। তিনি বলেন, ‘শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা আছে। আমরা জনগণের শক্তিতে ভসরা রাখি।’

আজ শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় সরকারের বিরুদ্ধে চালানো গুজব প্রসঙ্গে তিনি বলেন, ‘অপপ্রচার, গুজব এক ধরনের সন্ত্রাস। অস্ত্রশস্ত্র দিয়ে যে সন্ত্রাসী হামলা চালানো হয়, তার চেয়েও গুজব সাইবার অ্যাটাকে সবচেয়ে বিধ্বংসী, ক্ষতিকারক। ইমেজকে ড্যামেজ করার একটা শানিত হাতিয়ার। এটাকে মোকাবিলা করতেই হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘সাইবার অ্যাটাকের মুখে আমরা যদি মনে করি ফেসবুক বন্ধ করলে সমাধান, এটা সঠিক নয়। ফেসবুকের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমাদেরকে এই অ্যাটাক মোকাবিলা করেই টিকতে হবে। সেজন্য আমাদেরকে ওয়েল ইক্যুইপ্ট হতে হবে, আমাদের নলেজ পাওয়া এনরিচ করতে হবে।’

প্রকাশ :সেপ্টেম্বর ১৫, ২০১৮ ১২:৪৯ অপরাহ্ণ